অঙ্কুরোদ্গম

বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় মঞ্চ

About us

সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত সকলের মধ্যে সম্পর্ক তৈরি এবং একটি সম্মিলিত মঞ্চ গড়ে তোলার চেষ্টা করবে ‘অঙ্কুরোদ্গম’, যার নাম ‘বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় মঞ্চ’

Our Objective

বাংলার সাহিত্য ও সাংস্কৃতিক সত্ত্বার ক্ষেত্রে ‘অঙ্কুরোদ্গম’ কখনো ভৌগলিক ও রাজনৈতিক মানচিত্র মানে না | বাংলার উন্নত সাহিত্য ও সংস্কৃতি এই দুই ক্ষেত্রে যে কোনো বিরুদ্ধ অনুপ্রবেশকে রুখতে পারে।

Our Vision

প্রতিটি আঞ্চলিক বাংলা ভাষা ও সংস্কৃতিকে মর্যাদা দেবে ‘অঙ্কুরোদ্গম’ | অঙ্কুরোদ্গম মনে করে, প্রচলিত আঞ্চলিক বাংলা ভাষার মধ্যে আছে বাংলার প্রকৃত প্রাণ। তার মধ্যে রয়েছে বাংলার অকৃত্রিম সাহিত্য, সংস্কৃতি ও আর্থসামাজিক চিত্র।

Our Mission

ছোটো সাহিত্য পত্রিকাগুলিকে একত্রিত করতে চায় ‘অঙ্কুরোদ্গম’ | দায়মুক্ত বা ফরমায়েসি বাংলা সাহিত্য চর্চা থেকে প্রকৃত বাংলা সাহিত্যকে বাঁচাতে লিটল ম্যাগাজিনগুলিকে আরও দায়িত্বশীল হওয়ার আবেদন জানাচ্ছে অঙ্কুরোদ্গম।

Working Process

‘অঙ্কুরোদ্গম’ লিটল ম্যাগাজিন সংগ্রহশালা | প্রতিটি জেলাকেন্দ্রে বাংলা সাহিত্যের সব ধরণের লিটল ম্যাগাজিন রাখার ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে দূর দূরান্তের পত্রিকাগুলি সহজলভ্য হয়।

Future Plans

‘অঙ্কুরোদ্গম’ মনে করে, সাহিত্য ও সংস্কৃতি উপলব্ধির প্রকাশ হলেও তার নির্মান অনেকাংশে গ্রহণযোগ্যতা দেয় | আমাদের যাঁরা সাহিত্য এবং সাংস্কৃতিক বিশেষজ্ঞ আছেন তাঁরা নিয়মিত কর্মশালা করবেন জেলায় জেলায়।

District Committee

তাপস মহাপাত্র

( সভাপতি )

নমিতা দাশ

( সাধারণ সম্পাদক )

সৌগত প্রধান

(জেলাসম্পাদক, দক্ষিণ চব্বিশ পরগণা)

ঈশিকা ভট্টাচার্য

(জেলাসম্পাদক, উত্তর চব্বিশ পরগণা )

কল্লোল চক্রবর্তী

( জেলাসম্পাদক,হাওড়া )

কৌশিক চক্রবর্তী

( জেলাসম্পাদক, হুগলী )

উৎপল মুখোপাধ্যায়

( জেলাসম্পাদক, বাঁকুড়া)

শুভাশিস হালদার

( কার্যকরী সম্পাদক, বাঁকুড়া)

মোর্তাজা খোন্দকার

( জেলাসম্পাদক, মুর্শিদাবাদ)

তনিমা তিয়াশা ভট্টাচার্য মুখার্জী

( জেলা সম্পাদক, উত্তর দিনাজপুর)

প্রদীপ দাস

( জেলা সম্পাদক, দক্ষিণ দিনাজপুর)

সৈকত পালমজুমদার

( কার্যকরী সম্পাদক, দক্ষিণ দিনাজপুর)

কমল ভট্টাচার্য

( জেলাসম্পাদক, জলপাইগুড়ি )

অঞ্জনা দে ভৌমিক

( জেলাসম্পাদক, কোচবিহার )